“ভ্যাকসিন নিয়েছি তাই মাস্ক পরিনি” , বাড়ছে করোনা , ঝুঁকির যাতায়াত চলছেই

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ পুজোর পরেই আবারও করোনা থাবা বসিয়েছে জনজীবনে | মুর্শিদাবাদ জেলায় মোট 36 টি কনটেনমেন্ট জোন করা হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর | মাস্ক ব্যবহার নিয়ে চলছে প্রচারও। কিন্তু ঝুঁকির যাতায়ার চলছে। বাসে ট্রেনে সর্বত্রই মাস্ক নিয়ে অবহেলার ছবি দেখা যাচ্ছে।

বহরমপুর বাসস্ট্যান্ডেও মাস্ক নিয়ে নজর নেই কারো।  কয়েকজনের মুখেই  মাস্ক  রয়েছে | অধিকাংশ মানুষই ঘুরছেন মাস্ক ছাড়াই।  আশঙ্কা বাড়ছে করোনার |

দীর্ঘ ২ বছর ধরে জনজীবন করোনার কারণে অতিষ্ট | ভ্যাকসিন আসার পরে মানুষ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও ফের করোনার গ্রাফ উপর দিকে বাড়ছে | এভাবে মাস্ক ছাড়া চলা ফেরায় উদ্বেগ বাড়ছে জনজীবনে | এদিকে জেলা সহ গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 12428 জন | আর করোনায় মৃতের সংখ্যা 356 জন।

একজন বাস যাত্রী কে মাস্ক নেই কেন জিজ্ঞাসা করা হলে জানান, “আমার দুটো ভ্যাকসিন হয়ে গেছে তাই আমার চিন্তা নেই |” আবার কেউ বলছেন “মাস্ক পরে কি হবে “, আবার কেউ কেউ তো বলেই দিলেন,”এখন লক ডাউন  নেই মাস্ক পরে কি হবে “|

যারা মাস্ক বিক্রেতা তাঁদের অনেকের  মুখেও মাস্ক নেই | একদিকে করোনার আক্রান্তের হার উর্দ্ধমুখী |আরেকদিকে মাস্ক নিয়ে সচেতনতার  এমন কাণ্ডে কপালে চিন্তার ভাঁজ পড়ছে প্রশাসনের  |