ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ যারা নিয়েছেন তারা সুরক্ষিত থাকবেন করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে । এরকমই তথ্য উঠে এসেছে European Medicines Agency বা ইএমএ’র গবেষণায়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা ভাইরাসের (Covid 19) ডেল্টা (Delta Variant) প্রজাতি অত্যন্ত মারাত্মক। এই ডেল্টা প্রজাতি মানুষের দেহের গুরুতর ক্ষতি করতে পারে।
তবে ভ্যাকসিন যারা নিয়েছেন তারা অপেক্ষাকৃত সুরক্ষিত বলেই মনে করছেন চিকিৎসকরা।