বহরমপুরে ভোট দিতে পারলেন না উপপ্রধানই ! আমাদের ভোট কে দিল ? প্রশ্ন তৃণমূল নেতাদের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ  তৃণমূলের ভোটে চরম বিশৃংখলা ছড়াল   বহরমপুর স্টেডিয়ামে ।  দাদপুর, আন্দুলবেড়িয়া ২, রামপাড়া ২, ভাবতা ২ গ্রাম পঞ্চায়েতের   ভোট গ্রহণের বুথে গন্ডগোল। তৃণমূল কর্মীদের একাংশের দাবি, যারা ভোট দেওয়ার যোগ্য তারা ভোট দিতে পারে নি । ভাবতায় এক জনের ভোট অন্য জনের দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীদের একাংশের আক্ষেপ, যারা পুরোনো তৃণমূল কর্মী তারাই ভোট দিতে পারলেন না। ভোট বয়কটের ডাক দিয়ে বেড়িয়ে যান তৃণমূল নেতাকর্মীদের একাংশ। বহু কর্মী যদিও অপেক্ষা করছেন ভোট দেওয়ার  । রেজিনগরের বিধায়ক রবিউল আলম ও বেলডাঙ্গা ২ ব্লক সভাপতি আতাউর রহমানের সমর্থকদের মধ্যে ছড়ায় উত্তেজনা। অন্যদিকে বেলডাঙ্গার বিধায়ক ও বেলডাঙ্গা ১ উত্তর জোনের সভাপতির অনুগামীদের মধ্যেও বিবাদের ছবি উঠে এসেছে তৃণমূলের ভোটে।  তৃণমূলের মহুলা ১ অঞ্চল সভাপতি স্বরূপ ঘোষের দাবি, তাঁদের একজনও ভোট দিতে পারিনি। মহুলা ১’এর উপপ্রধান দিপ্তী হাজরা বলেন, “আমি ভোট দিতে পারিনি। বলছে আমাদের ভোট হয়ে হয়েছে। আমার ভোট কে দিল ?”। দিপ্তীর দাবি, ব্লক সভাপতি বনতোষ ঘোষের অনুগামীরা ভোট দিয়েছে। বেলডাঙ্গা ১ ব্লক উত্তর তৃণমূল সভাপতি বনতোষ ঘোষের দাবি, “ মহুলা ১ অঞ্চলের বিকেল ৪ টের পর থেকে ভোট হচ্ছে। ভোটার না থাকায় ভোট বন্ধ করে দেওয়া হয়েছে”। কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বনতোষ ঘোষ। তালিকায় কোন কারচুপি হয় নি। সঠিক সময়ে আসেন বলে ভোট দিতে পারিনি,’। পঞ্চায়েতের আগে এই ছবি সামনে আসায় অস্বস্তিতে তৃণমূল শিবির।