ভোট ঘোষণার আগেই বহরমপুরে ও বেলডাঙায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ব্যুরো রিপোর্ট মুর্শিদাবাদ ২৫ শে ফেব্রুয়ারী –  বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয় নি। কিন্তু মুর্শিদাবাদ জেলায় এসে পড়ল কেন্দ্রীয় বাহিনী। জেলা পুলিস প্রশাসন সুত্রে জানা গেছে বুধবার তিন কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁচেছে।  বৃহস্পতিবার সকালেই বেলডাঙার মির্জাপুর এলাকায় ও বহরমপুর থানার অন্তর্গত কুমড়োদহ ঘাট, টিকটিকিপাড়া, নগরাজল সহ একাধিক অঞ্চলে চলে টহলদারি। কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে । স্থানীয় সুত্রে জানা গেছে  প্রতি ভোটের আগেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা ও বহরমপুরের এই সমস্ত অঞ্চল। ফলে প্রশাসনের প্রথম নজর এই এলাকাগুলি। দেখা যায়, স্থানীয় পুলিশের সাথেই এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। অলি গলিতে, বিভিন্ন এলাকায় চলে টহলদারি। কেন্দ্রীয় বাহিনীকে স্থানীয় পুলিস প্রশাসন এলাকা চেনানোর জন্য হাজির ছিলো ।