ভোটে হিংসা , গুলি; মৃত ৫ । দায় কার ?

Published By: Madhyabanga News | Published On:

প্রশান্ত শর্মাঃ১০ এপ্রিলঃ চতুর্থ দফার ভোটে বেলা বারোটার মধ্যেই প্রাণ গেল ৫ জনের। চতুর্থ দফার নির্বাচনে  সকাল থেকেই উত্তপ্ত ছিল শীতলকুচি। এদিন সকালেই  ভোট শুরু হতেই একাধিক জায়গায় সংঘর্ষ হয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে।

এর মধ্যেই জোড়পাটকির ১২৬ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি’র দাবি, আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিআইএসএফ গুলি চালায়; দুই পক্ষের সংঘর্ষ থামাতেই চালানো হয় গুলি।

পাঠানটুলি শালবাড়ির ২৮৫ নম্বর বুথে মৃত্যু হয় বছর আঠারোর আনন্দ বর্মণের। ঘটনায় তীব্র হয়েছে রাজনৈতিক তরজা ।

প্রশ্ন উঠছে কেন এইভাবে নির্বাচনে প্রাণ গেল ৫ জনের ?

মুর্শিদাবাদের নির্বাচনেও বারবার ফিরে এসেছে হিংসা। এই দফায় ভোটে হিংসার বহর দেখে কার্যত কপালে ভাঁজ পড়েছে জেলাবাসীর।