এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভোটের মুখে হামলার অভিযোগ কংগ্রেস- তৃণমূলের , পরস্পরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

Published on: February 13, 2022

পৌরভোটের ঢাকে কাঠি পড়তেই  বহরমপুরে হামলা পাল্টা হামলার অভিযোগ শাসক বিরোধী শিবিরে। বহরমপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী তনুশ্রী ঘোষ    অভিযোগ করেন , রাতের অন্ধকারে তার বাড়িতে হামলা চালান হয়।  বাড়ির বাইরে লাগানো থাকা বেশ কয়েকটি সিসিটিভি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় কংগ্রেস প্রার্থী সরসারি তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেস প্রার্থী।

যদিও কংগ্রেসের এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল শিবির। এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপর্না শর্মা বলেন, মিথ্যা অভিযোগ করছেন কংগ্রেস প্রার্থী।

এই ঘটনার পাশাপাশি বহরমপুর কাশীমবাজার এলাকার তৃণমূল কংগ্রেস  কর্মী মৃন্ময় ভৌমিকের বাড়িতে হামলার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে চারজন দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অভিযোগ পালটা অভিযোগে সরগরম শহরের রাজনীতি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now