এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

 ভোটের মুখে মজুরি বেড়ে ১৭৮ টাকা, তাও লাগু পুজোর পর; হতাশ বিড়ি শ্রমিকরা

Published on: September 29, 2021

দীর্ঘদিন পর মজুরি বাড়ল মুর্শিদাবাদের  বিড়ি শ্রমিকদের। ২০১৭ সালের ডিসেম্বরে মজুরি হয় হাজার বিড়ি পিছু ১৫২ টাকা। সেই মজুরি লাগু হয় ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে। দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় ওই মজুরিতে কাজ করেছেন বিড়ি শ্রমিকরা। মাঝে লকডাউনে বন্ধও হয়েছে কাজ। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা বলে মিটিং, মিছিল করেছে সব রাজনৈতিক দলও।

এবার সামসেরগঞ্জ, জঙ্গিপুরে ভোটের মুখে মজুরি বাড়ল বিড়ি শ্রমিকদের। ২৮ তারিখ বিড়ি শ্রমিক সংগঠনগুলির সাথে বৈঠক হয় মালিক সংগঠনগুলির। সেখানেই ঠিক হয় ২৬ টাকা বাড়বে মজুরি। নতুন মজুরি হবে ১৫২ থেকে  ২৬ টাকা বেড়ে ১৭৮ টাকা । যদিও সরকারি ন্যূনতম মজুরি হাজার বিড়ি পিছু ২৬৭ টাকা ৪৪ পয়সা।

দীর্ঘ সাড়ে তিন বছর পর এত কম মজুরি বৃদ্ধিতে কার্যত হতাশ সামসেরগঞ্জ, জঙ্গিপুর, সুতি, সাগরদিঘীর বিড়ি শ্রমিকরা। তারা আশা করেছিলেন বেশ কিছুটা বাড়বে মজুরি।

নতুন মজুরি অবশ্য এখনই কার্যকর হচ্ছে না। সেজন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হবে বিড়ি শ্রমিকদের। ২৫ অক্টোবর থেকে নতুন মজুরি পাবেন মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now