ভোটের আগে সিপিএম কর্মী খুন হরিহরপাড়ায়

Published By: Madhyabanga News | Published On:

ধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২০ এপ্রিলঃ বিধানসভা ভোটের আগে উত্তেজনা মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। সোমবার রাতে হরিহরপাড়া রায়পুর অঞ্চলে খোশালপুর বিলধারি পাড়া এলাকায় সিপিএম কর্মীকে লক্ষ করে ইট, বোমা ছোড়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। বোমাবাজিতে আশংকাজনক অবস্থায় সিপিএম কর্মী কাসমত সেখ ওরফে  কাশেম আলীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, সিপিএম করায় ভোটকে কেন্দ্র করে হুমকি দেওয়া হয় তৃণমূলের তরফে। এরপর বোমা হামলা। হামলায় আহত হন পরিবারের অন্যান্যরা।

ঘটনার পর মৃতের পরিবার জুড়ে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পরেন আত্মীয়রা। মৃতের স্ত্রী বলছেন, নামাজ পরে বাড়ি ফেরার সময় হামলা চলে।

রাস্তা অবরোধ বাম কংগ্রেস কর্মীদের

সংযুক্ত মোর্চার কর্মীর মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকালে হরিহরপাড়া – ভাকুড়ি রাজ্য সড়কের নিশ্চিন্তপুর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সংযুক্ত মোর্চার তরফে। নিয়ামত সেখের নেতৃত্বে সন্ত্রাসের রাজত্ব চলছে, অভিযোগ কংগ্রেসের প্রার্থী মীর আলমগীরের।

ভোট আবহে হিংসা রাজনীতি বন্ধ হোক, দাবি সিপিআইএম নেতৃত্বের।

মঙ্গলবার গ্রামে টহল পুলিশের

তৃণমূলের দাবি, রাজনৈতিক হিংসার রং লাগানো হচ্ছে ভোটকে কেন্দ্র করে। গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা বলে পাল্টা দাবি করেন তৃণমূল প্রার্থী নিয়ামত সেখ।

এই ঘটনায় হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়, খুনের মামলা রুজু হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাত জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।