মধ্যবঙ্গ নিউজ ব্যুরো ১৩ ই মার্চ – বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী,গুলি ও একটি আগ্নেয়াস্ত্র সহ মুঙ্গেরের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ ও রাজ্য পুলিসের এসটিএফ এক বিশেষ বাহিনী। শুক্রবার বিকেলে সামসেরগঞ্জ থানার চাঁদপুর ব্রিজের কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম টেম্পু মন্ডল । তার বাড়ি বিহারের মুঙ্গের জেলার শাখারা তোলা গ্রামে। ধৃতের কাছ থেকে একটি ৭.৬৫ এম এম পিস্তল ১৫০ পিস গুলি ঐ পিস্তলের এবং মোট চারটি ব্যাগে সাদা ও কমলা রঙের প্রায় ১০ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিসের প্রাথমিক জেরায় সে জানিয়েছে মুর্শিদাবাদে নয়, মালদা বা উত্তরবঙ্গের দিকে এই সামগ্রীগুলি পৌঁছে দেবার জন্য সে আসছিল। তবে কোথায় এবং কি উদ্দেশ্যে ওই অস্ত্র গুলো নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি তা খতিয়ে দেখছে পুলিশ। আজ ধৃতকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠিয়ে পুলিসী হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত চালু রাখতে চাইছে পুলিস ।
ভোটের আগে সামসেরগঞ্জে নাকাচেকিং এ গ্রেপ্তার মুঙ্গের লিঙ্কম্যান
Published on: March 13, 2021















