এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভোটের আগে নাড্ডা বাংলায় আড্ডা মারতে আসছেন অভিযোগ অধীরের

Published on: February 25, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরো : ২৫শে ফেব্রুয়ারী  বহরমপুরে – ভোটের আগে বাংলায় নাড্ডা আড্ডা মারতে আসছেন বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীররঞ্জন চৌধুরী। এদিন বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলায় এখন নাটকের প্রতিযোগিতায় আমরা অস্থির। মানুষের কথা তো কেউ বলছে না। নাটকের প্রতিযোগিতা। এ এক ঢপের কীর্তন করছে। নাড্ডা এখন বাংলায় নির্বাচনী আড্ডা মারতে চলে এসেছেন। এ তো নির্বাচনী আড্ডা। মানুষের কাছে কি তথ্য জানবে ?  তোমার কেন্দ্রীয় সরকার, তোমার কাছে তথ্য নেই? এতো সার্ভে হয়, তার ন্যাশনাল সার্ভে রিপোর্ট নেই? তোমাদের নীতি আয়োগ আছে, তার রিপোর্ট নেই?  একটা সরকার তোমরা চালাচ্ছ, কোন রাজ্যে আর্থিক অবস্থা কেমন? বেকারত্ব কেমন? অভাব কোথায়? সমস্যা কোথায় – শিল্প নেই কেন? সব তো তোমাদের কাছে আছে, তোমরা কত দিয়েছ? তোমরা কত দেবে? সব তথ্য তোমাদের কাছে আছে। নাটক করার কি দরকার। তাই নাড্ডা এখন নির্বাচনী আড্ডা মারতে এসেছেন, তাকে কিছু  করে দেখাতে হবে। দিদি নাটক করে, তো নাড্ডা বলছে হাম ভি কিসি সে কম নেহি।  হাম কিসি সে কম নেহির নাটকের প্রতিযোগিতা চলছে।  আবার মোদীজি আসছে। তার নাটক দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। কে কার থেকে বড় নাট্যকর। দিদি না মোদী। মানুষের সমস্যা নিয়ে বলার কেউ নেই। রুটি রুজি নিয়ে বলার কেউ নেই। শিল্প নেই কেন বলার কেউ নেই। আমাদের ভবিষ্যৎ কী? বলার কেউ নেই। ভোটের আগে নাটক আর ভোট ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now