এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভোটের আগের রাতে ডোমকলে সিপিএম কর্মীকে গাড়ি চাপা দিয়ে “খুন” , তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ সিপিএমের

Published on: April 29, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৯ এপ্রিলঃ ভোট ঘিরে ফের মৃত্যু ডোমকলে। ভোট শুরুর আগের রাত্রে ডোমকলে  সিপিআই(এম)  কর্মীকে গাড়ি চাপা দিয়ে ‘খুন’ করার   অভিযোগ উঠল  তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন আরো দুই সিপিআই(এম) কর্মী। মৃত সিপিআই(এম) কর্মীর নাম কাদের মণ্ডল  ।

রাত্রি এগারটা নাগাদ ঘটনা ঘটে ডোমকলের শাহাবাজপুরে।

শাহবাজপুরের সিপিআই(এম) কর্মীদের অভিযোগ, রাত্রে গাড়ি নিয়ে গ্রামে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাফিকুল ইসলাম  । সভা করার চেষ্টা করেন। সিপিএম কর্মীরা প্রতিবাদ করায় সেখান থেকে গাড়ি নিয়ে দ্রুত বেড়োতে যান। তখনই গাড়ির ধাক্কায় আহত হন কয়েকজন সিপিআই(এম) কর্মী।

গুরুতর আহত কাদের মন্ডলকে  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস প্রার্থী জাফিকুল ইসলামকে দায়ী করেছে সিপিআই(এম)।

তৃণমূল নেতার গাড়িতে চাপা পরেই কাদেরের   মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারেরও।

যদিও, অভিযোগ অস্বীকার করে জাফিকুল ইসলাম দাবি করেন, তিনি ওই রাস্তা দিয়ে বেড়িয়ে আসার বেশ কিছু পরে শোনেন সেখানে দুর্ঘটনা হয়েছে। তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার করছে সিপিএম।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now