২৬এপ্রিলঃ ভোটের দিনে মুড়ি ঘুঘনি নিয়ে বিতর্ক নবগ্রামে।
নবগ্রাম বিধানসভার শিবপুর অঞ্চলের সাকুরিয়া গ্রামে ভোটারদেরকে ঘুগনি মুড়ি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এভাবে ভোটারদের খাবার বিতরণ করায় প্রভাবিত করা হচ্ছে। ঘটনায় শোরগোল পরে যায় এলাকায়।
যদিও বিজেপির দাবি, যারা দলের এজেন্ট, কর্মী তাঁদের জন্য জল খাবারের এই আয়োজন। বাকি কারও জন্য নয়। ছোটরা চলে আসায় তাঁদের দেওয়া হয়, ভোটারদের জন্য এই ব্যবস্থা করা হয় নি।
রাস্তার ধারে বসে খাবার দেওয়া ঠিক হচ্ছেনা বলেও মেনে নেন বিজেপি কর্মীরা।















