ভুয়ো ভিখারীর সন্ধান মিলল বাঁকুড়ায়। বাঁকুড়া স্টেশন চত্বরে ভিক্ষা করছিলেন নোংরা পোশাক পরা ঐ ব্যক্তি। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভবঘুরেদের জন্য রাত্রি নিবাসে। কিন্তু সেখান থেকে বেড়িয়ে আসার জন্য জোরাজুরি করতে থাকেন ঐ ব্যক্তি।
সন্দেহ হয় উদ্ধারকারীদের। এক সময় ওই ব্যক্তি স্বীকার করেন তিনি সরকারী কর্মচারী। খবর যায় পুলিশ প্রশাসনের কাছে। তিনি ডিউটিতে যোগ দিতে চাওয়ায় তাঁকে ছেড়েও দেওয়া হয়।
জানা যায়, হাসপাতালের কর্মীর নেশাই হল ভিক্ষা করা। নিয়মিত হাসপাতালেও যান তিনি। ভিক্ষা করতে নিষেধ করেছেন পরিবারের সদস্য থেকে সহকর্মীরা। কিন্তু তিনি ভিক্ষা ছাড়তে নারাজ।