ভুলে যাননি অভাব, অনাহার ! আশ্রমের পাশে রামকৃষ্ণ মিশনের কৃতী প্রাক্তনী Ram Krishna Mission alumni donates to school

Published By: Madhyabanga News | Published On:

স্কুলকে ভোলেননি কৃতী। ভোলেননি ছেলেবেলা, আশ্রম জীবন আর শৈশবের শিক্ষকদের। বহু বছর পর স্কুলে ফিরে পাশে দাঁড়ালেন এখকার ছাত্রদের। সম্প্রতি পেয়েছেন তাঁকে সম্মানিত করেছে  ন্যাশনাল সায়েন্স  অ্যাকাডেমি। পুরষ্কারে পাওয়া অর্থ ছেলেবেলার স্কুলকে দিলেন স্কটিশ চার্চ কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ডঃ উপেন্দ্রনাথ নন্দী Dr. Upendranath Nandi ।

সম্প্রতি INSA Teachers Award প্রাপ্ত অধ্যাপক জানালেন, ভালো লাগছে শিকড়ের কাছে ফিরে। রবিবার সারগাছি রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় প্রাক্তনী সমন্বয় সভা। সেই সভাতে অধ্যাপক নন্দী বললেন, “এই  রামকৃষ্ণ মিশন আশ্রমে আমাকে থাকার সুযোগ দিয়ে জীবনে দাঁড়াতে  সাহায্য করেছে।  আমি এখান থেকে যা পেয়েছি সেটা  ভোলার নয়। সেই জায়গায় ফিরতে  পেরে আনন্দ হচ্ছে ”।

মুর্শিদাবাদ জেলার  বেলডাঙার প্রত্যন্ত গ্রামে শৈশব কেটেছে  অধ্যাপক নন্দীর। খুব কাছ থেকে দেখেছেন অভাব, অনাহার। পরিণত বয়সে এসে ভুলে যাননি সেসব কথা। নিজেই বলছেন, “ আট ভাইবোন ছিলাম।  ভুলে যাইনি খিদে কী জিনিস” ।  তাই চাইছেন নতুন প্রজন্মের পড়ুয়াদের পাশে দাঁড়াতে। সেই তাগিদ থেকেই এদিন পুরষ্কারের অর্থমূল্য তুলে দেন রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে।