অন্য সময় ভিড়ে ঠাসা মন্দির চত্বর এখন অনেকটাই ফাঁকা। প্রায় একমাস বন্ধ থাকার পর দুই সপ্তাহ আগে খুলেছে তারাপীঠের মন্দির। তবে এখনও সেইভাবে ভিড় জমাচ্ছেন না দর্শনার্থীরা। মন্দির ঘিরেই রুজি নির্ভর করে রাস্তার দুই পাশের ব্যবসায়ীদের। পর্যটক না আসায় সংকটে পড়েছেন হোটেল কর্মচারীরাও ।
বাস , ট্রেন না চলায় আসতে পারছেন না মানুষ। তাই ক্ষতি হচ্ছে আমাদেরও। বলছেন এক ব্যবসায়ী শ্যামল মুখার্জি। বিক্রি প্রায় নেই বললেই চলে। তবে সকলেই অপেক্ষায় আছেন কবে আসবেন দর্শনার্থীরা।
তব নতুন নির্দেশ জারি হয়েছে তারাপীঠের মন্দিরে। সেই নির্দেশে গর্ভগৃহে তোলা যাবেনা ছবি। মাস্ক পরে প্রবেশ করতে হবে মন্দির চত্বরে।