ভিড়ে ঠাসা বাজারে, উধাও করোনাবিধি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৯মেঃ রাজ্যে চলছে কার্যত লকডাউন। কড়া বিধি লাগু হয়েছে করোনা রোধে। কিন্তু বাজার বড়ো বালাই। সকালের বাজারে উধাও স্বাস্থ্যবিধি।

এই ছবিই ধরা পড়ছে বুধবার বহরমপুরের কান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে।

অনেকেই দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই বাজারে কেনাবেচা করতে। কারও মাস্ক নাক, মুখ খুলে জায়গা করে নিয়েছে থুনতিতে। মাস্কের বহর দেখে চিন্তায় সচেতন অনেক মানুষও।

সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকছে বাজার। সেই সময়ে বাজারে ভিড় জমাচ্ছেন শহরের মানুষ।

ভিড়ের ছবি চোখে পড়ছে ওয়াইএমএ’তে উঠে যাওয়া স্বর্ণময়ী বাজারেও। বাজারে ভিড়ে কার্যত চিন্তার ভাঁজ প্রশাসনের কপালেও।