ভিনরাজ্যেই মৃত্যু সাগরপাড়ার বাপি হালদারের, চাঁদা তুলে দেহ ফেরাচ্ছেন গ্রামের মানুষ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল  পরিযায়ী পরিবহণ  শ্রমিকের। দিল্লিতে গাড়ি চালানোর  কাজে গিয়ে মৃত্যু হল সাগরপাড়ার রমাকন্তপুর গ্রামের বাসিন্দা বাপি হালদারের । হত দরিদ্র পরিবারের পক্ষে মৃতদেহ ফেরানো কঠি, তাই  গ্রামবাসীরাই চাঁদা তুলে অর্থ সংগ্রহে নেমেছেন । পরিবার সূত্রে জানা গিয়েছে রমাকন্তপুর গ্রামের বাসিন্দা বছর ৪৫ এর বাপি হালদার দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে গাড়ি চালানোর কাজ করেন।  দেড় মাস আগে দিল্লিতে গাড়ি চালানোর কাজে গিয়েছিলেন তিনি । সপ্তাহ তিনেক আগে সেখানেই অসুস্থ হয়ে পড়েন । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আত্মীয়রা।   বৃহস্পতিবার দুপুরে সেখানেই মৃত্যু হয় বাপি হালদারের। গ্রামবাসী আবিদ হাসান জানান, মৃতদেহ গ্রামে ফেরাতে প্রয়োজন টাকার, সেই টাকা জোগার করতে রাস্তায় অর্থ সংগ্রহে নেমেছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়েছে বাপি হালদারের মৃতদেহ ফেরানোর।