ভাষা শহীদ আবুল বরকতের কলেজে একুশ ফেব্রুয়ারি

Published By: Madhyabanga News | Published On:

১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারী বাংলা ভাষার জন্য আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর বর্বর পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ অনেক তরুণ প্রাণ লুটিয়ে পড়ে দেশের মাটিতে।  আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস  হিসেবে পালিত হয় এই দিন।  মুক্তিযোদ্ধাদের অক্লান্ত লড়াই ও আত্মত্যাগের পর বাংলাদেশ স্বাধীন হয়, যে দেশের ভিত্তি ছিল বাংলা ভাষা।  ভাষা শহীদ  আবুল বরকতের বাড়ি ছিল মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামে | আবুল বরকত ছিলেন মুর্শিদাবাদের কৃষ্ণনাথ কলেজের ছাত্র  |

আজ কৃষ্ণনাথ কলেজ রূপান্তরিত হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে | বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভাষা বিভাগ মিলে আজ উদযাপন করে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুজাতা বাগচী ব্যানার্জী জানান, পরিকল্পনা রয়েছে ভাষা শহীদদের স্মরণে একটি মুক্ত মঞ্চ তৈরি করার | বিভিন্ন বিভাগের  ছাত্র ছাত্রীরা তাদের পাঠক্রমে ভাষার মাধ্যমে সম্মান জানায় মাতৃভাষা বাংলাকে |