ভালোবাসার দিনে কোথায় যাবেন বহরমপুরে ? Romantic Sites for Valentine’s Day in Berhampore

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ  আসছে ভ্যালেন্টাইন্স ডে Valentine’s Day |এই ভ্যালেন্টাইন্স সপ্তাহে ভালোবাসার মরশুমে প্রিয় মানুষটির সাথে একান্তে সময় কাটানোর জায়গা কোথায় বহরমপুর? কোথায় গেলে প্ৰিয় মানুষটির কাঁধে মাথা রেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে ভালোবাসার শুক পাখিরা! শহরে বহরমপুরের এমনি ৫ টি জায়গার কথা আজ আপনাদের জানাবো, ভালোবাসার দিনে যেখানে গেলে প্ৰিয়জনের সাথে একটু ব্যক্তিগত সময় কাটানো যায়!

বাবুলবোনা রেসিডেন্সি কবরস্থান

১.ব্যক্তিগত, নিভৃত সময় কাটানোর কথা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে বাস স্ট্যান্ড লাগোয়া “বাবুলবোনা রেসিডেন্সিয়াল সিমেট্রি” | হ্যাঁ এটি কবর স্থান ঠিকই, কিন্তু এমন গা ছমছমে পরিবেশে প্ৰিয়জন কে একটু কাছে পেতে কার না ভালো লাগে |

লালদঘী

২.লালদীঘি বা সুভাষ সরোবর, এই পার্কটি বরাবরই শহর বহরমপুর তথা জেলার অনেক প্রেমিক যুগলেরই সময় কাটানোর জায়গা | হালেই এই লালদীঘি আবারো নতুন করে সেজে উঠছে | তাই লালদীঘির সান্ধ্যকালীন মোহোময়ী আলোয় প্ৰিয়জনের হাতের উপরে হাত রেখে একটু একান্ত সময় কাটানোই যায় লালদীঘি পার্কে |

স্কোয়ার সেজেছে নতুন সাজে

৩. তোমাদের ময়দান আমাদের স্কয়ার ফিল্ড | ৮ থেকে ৮০ সকলেরই মিলন ক্ষেত্র এই জায়গায় |বর্তমানে মাঠের সংস্কারের পরে সন্ধ্যা বেলায় ওয়াকিং ট্রাকের লাইট গুলো একটা অন্য পরিবেশ তৈরী করেছে |আর নবতম সংযোজন “I ♥ BEHAMPORE ”|সব মিলিয়ে কাব্যিক ভাবে বলাই ‘তুমি আমি মেখে স্কয়ারের ধুলো, হেঁটে যাবো দূর বহুদূর…”|

পাতালেশ্বর মন্দির লাগোয়া কাটিগঙ্গা

৪. পাতালেশ্বর মন্দির ও কাটিগঙ্গা, শহর বহরমপুরে এই জায়গার কথা অনেকেই জানেন | তবে বর্তমানে ইকো টুরিজমের কথা মাথায় রেখে স্থানীয় উদ্যোগে কাটিগঙ্গায় চালু হয়েছে “নৌকাবিহার”| ইতিহাস আশ্রিত কাটিগঙ্গার অপরূপ সৌন্দর্যের সাথে ভাসতে ভাসতে প্রিয় মানুষটিকে মনের গোপন কথাটি বলেই ফেলুন না |যাঁরা একটু সাহিত্য ভালোবাসেন বা একটু ভগবানে বিশ্বাসী, ইতিহাস কে পছন্দ করেন, তাঁরা এই বিশেষ দিনে ঘুরে আসতেই পারেন এই জায়গার থেকে |

কাশিমবাজার রাজবাড়ি

৫. ঐতিহাসিক কাশিমবাজার রাজবাড়ি, শহর বহরমপুরে ইতিহাসের গল্প অলিতে গলিতে |বহরমপুর কাশীমবাজার ছোট রাজবাড়ি আজও সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে | রাজবাড়ির ঐতিহাসিক সিঁড়িতে বসে বা রাজবাড়ির ঐতিহ্যবাহী পুকুর পারে নাগকেশরের তলায় প্ৰিয়জনের কোলে মাথা রেখে সময় কে থামিয়ে দেওয়া যেতেই পারে |

মোহন মল

কিন্ত এতো ঘোরাঘুরির পরে তো একটু খিদেও পায় |শহর বহরমপুরে নিত্য নতুন রেস্তোরার অভাব নেই |তবে বর্তমানে বহরমপুর শহরে নবতম সংযোজন মোহন মল |মোহন মলের “টক ঝাল মিষ্টি ” বা “THE 90’S PALACE ”এমনিতেই যুগলদের পছন্দের জায়গা | আর এমন ভালবাসার দিনে প্রিয় মানুষটির সাথে একটু পেট পুজো না করলে একটু বিশেষ খাওয়া দাওয়া না করলে তো আর সময় কাটে না!