ভারতে নিষিদ্ধ PUBG – কি বলছে তরুণ প্রজন্ম

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: ফের একবার ডিজিট্যাল স্ট্রাইক। ১১৮ টি চিন অ্যাপের সাথে ব্যান হয়ে গেল ‘প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ড( PUBG). দেশের সুরক্ষা এবং সার্ব ভৌমত্ব রক্ষার্থে এই জনপ্রিয় অনালাইন গেম নিষিদ্ধ হল বলেই তথ্য প্রযুক্তি মন্ত্রক জানায়। এবার পাব জি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। দেশের অখণ্ডতা এবং সুরক্ষার ক্ষেত্রে অ্যাপ গুলি বিপজ্জঙ্ক, এই বিবৃতি জারি করে জানায় তথ্য সম্প্রচার মন্ত্রক।গত মাসেই ৪৭ টি ও এরও আগে ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্র। বলা যায় তখন থেকেই নজর ছিল এই জনপ্রিয় অনলাইন গেম পাব জি-র দিকে। এই গেমসের জন্য উন্মাদনা ক্ষতিকর। অনলাইনে একসঙ্গে অনেকেই এই গেম খেলতে পারেন। খেলা শুরু পর অস্ত্র অন্যান্য জিনিস সংগ্রহ করতে করতে এগোতে হয়। আত্মরক্ষার ক্ষেত্রে মারতে হয় অন্য অংশগ্রহণকারীদের। শেষ মেস যিনি বেঁচে থাকেন, তিনিই হন বিজয়ী।