ভাবতা উড়ালপুলের কাজ দ্রুত শেষ করার দাবি অধীরের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজডেস্কঃ বেলডাঙার ভাবতা উড়ালপুলের কাজ কোন পর্যায়ে আছে তা দেখতে বুধবার সকালে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অধীর চৌধুরী।  জাতীয় সড়ক সম্প্রসারনের সময় বেলডাঙার ভাবতায় শুরু হয় ওভারব্রিজের কাজ। কয়েক বছর পেরিয়ে গেলেও এখনও তা অসম্পূর্ণ। রেলগেট দিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে সমস্যা বাড়ছে সাধারণ মানুষের। এদিন ওই এলাকা পরিদর্শনের পাশাপাশি জাতীয় সড়কের কর্মী আধিকারিকদের সঙ্গে কথাও বলেন বহরমপুরের সাংসদ। দ্রুত ভাবতা ও বড়ুয়ায় ওভার ব্রিজের কাজ শেষ করার দাবি জানান অধীর।তিনি বলেন, বহরমপুর বাইপাশ চালু হওয়ায় শহরে কমেছে যানজট। কিন্তু মানুষের যাতায়াতকে সুগম করতে ভাবতার পাশাপাশি বড়ুয়াতেও এইরকম উড়ালপুলের দরকার বলেও জানান তিনি।