ভাবতায় রেল গেট দিয়ে যাতায়াত বন্ধ , বিক্ষোভ গ্রামবাসীদের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ভাবতায় রেলওয়ে লেভেল ক্রসিং বন্ধের নোটিশ দিয়েছে রেল কতৃপক্ষ । আর এর প্রতিবাদে সকাল থেকেই ১১৮ নম্বর ভাবতা রেলওয়ে লেভেল ক্রসিং এর সামনে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। স্থানীয়দের দাবী, খোলা থাক এই রেলওয়ে লেভেল ক্রসিং । রেল দপ্তরের পক্ষ থেকে নোটিশ দিয়ে শুক্রবার সকাল ৬টা থেকে এই ১১৮ নম্বর ভাবতা রেলওয়ে লেভেল ক্রসিং পুরোপুরি বন্ধের নোটিশ দেয় । এর পরিবর্তে এলাকার বাসিন্দাদের ১১৭ নম্বর ভাবতা রেলওয়ে লেভেল ক্রসিং ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। যদিও রেল কতৃপক্ষের এই দাবী মানতে নারাজ এলাকার বাসিন্দারা। ভাবতার স্থানীয় বাসিন্দা মইদুল ইসলামের দাবী ভাবতা মরা পাকুরতলা এলাকার এই ১১৮ নম্বর ভাবতা রেলওয়ে লেভেল ক্রসিং বন্ধ হয়ে গেলে ১০ গ্রামের মানুষকে সমস্যায় পড়তে হবে। স্কুলে যেতে অসুবিধা হবে ছাত্র ছাত্রীদের। এই ১১৮ নম্বর ভাবতা রেলওয়ে লেভেল ক্রসিং বন্ধ থাকলেও এই রেল গেট থেকে প্রায় ৪০০ মিটার দুরেই খোলা থাকছে ১১৭ নম্বর রেল গেট। সেই গেট দিয়ে মানুষের যাতায়াতের জন্য রেলের তরফে দুধারে রাস্তাও তৈরি করে দেওয়া হয়েছে। তারপরেও রেল কতৃপক্ষের সিদ্ধান্ত মানতে নারাজ স্থানীয়রা। এদিন সকাল ৬টা থেকে এই রেল গেট বন্ধের নির্দেশ থাকলেও, সকাল থেকেই রেল গেটের সামনে এলাকার মানুষের বিক্ষোভের জেরে রেল গেট বন্ধ করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ , রেল পুলিশ ও রেল দপ্তেরর আধিকারিকরা। স্থানীয়দের সাথে কথা বলেন তাঁরা। যদিও এবিষয়ে রেল কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।