ভাতের হাঁড়িতেও ধুলো, প্রতিবাদে রাস্তা অবরোধ ফারাক্কায়

Published By: Madhyabanga News | Published On:

বেহাল দশা রাস্তায়। বাড়ি ঘর ঢাকছে ধুলোয়।রাস্তার ধুলো । রাস্তার ধুলো এসে পড়ছে ভাতের হাঁড়িতেও। ধুলো নিয়ে নাজেহাল ৮০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া   নিশ্রন্দ্রা গ্রামের বাসিন্দারা।  বেহাল রাস্তা সংস্কার এবং সেই রাস্তায় তিন বেলা জল দেওয়ার দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা।

৮০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে  বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।  বাংলা থেকে ঝাড়খন্ডের সাথে যোগাযোগের অন্যতম ফারাক্কায় ৮০ নম্বর জাতীয় সড়ক। অভিযোগ, ভারী মালবাহী গাড়ি চলাচল করে, ফলে সারা বছর ধুলো যন্ত্রণা সহ্য করতে হয়। ধুলোয় ভরে যায় এলাকা, যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন স্থানীয় মানুষজন।

প্রতিবাদে বুধবার সকালে  ধুলোর হাত থেকে বাঁচতে রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেট করে বিক্ষোভ দেখান নিশিন্দ্রা গ্রামের বাসিন্দারা।

সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা ধরে চলে ৮০ নম্বর জাতীয় সড়ক অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ।  গ্রামবাসীদের সাথে কথা বলে বিক্ষোভ তুলে দেওয়া হয়।