ভাঙন রোধে দায় কি ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষের ? কি বললেন G.M.

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: সামসেরগঞ্জের ভাঙন নিয়ে শুরু নতুন বিতর্ক। ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিল সামসেরগঞ্জের ভাঙন বিধ্বস্ত এলাকায় ভাঙন প্রতিরোধের কাজের দায়িত্ব ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষের নয়। ২০১৭ সালেই ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষ রাজ্য সরকারকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আর এই বিতর্কে যথেষ্টই ক্ষুব্ধ ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষ, কারণ সামসেরগঞ্জের বিধায়ক ফরাক্কা ব্যারেজের জি এম অফিসের সামনে সামসেরগঞ্জের ধানঘরা সহ সন্নিহিত এলাকার ভাঙন প্রতিরোধের কাজ ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের দাবীতে আন্দোলনও করেন। গঙ্গা ভাঙন রোধে বারবার ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সামসেরগঞ্জের একাধিক গ্রামে ভাঙন শুরু হওয়ায় অনেকেই ব্যারেজ প্রজেক্টের গাফিলতিকেই দায়ীও করেছেন। এখানেই প্রশ্ন উঠছে- গঙ্গা ভাঙন রোধে দায় কি ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষের? কি বললেন G.M.