ভাঙন দেখতে ধানঘরা গ্রামে কংগ্রেস বিধায়ক

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ গঙ্গা ভাঙনের ভয়াবহতায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত ধানঘরা গ্রাম আজ বিপর্যস্ত। নদী পারে মানুষের হাহাকার, প্রাণে বাঁচতে ভেঙে ফেলা হচ্ছে পাকা বাড়িও। সর্বস্বান্ত হয়ে মানুষজন চাইছেন আশ্রয়। গঙ্গা ভাঙন কবলিত সেই ধানঘরা গ্রামে সোমবার পরিদর্শনে যান মালদার সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরী। ধানঘরা গ্রামের মানুষজনের সাথে কথা বলেন, ঘুরে দেখেন চারপাশ। বিধায়ককে দেখে চোখে জল ধরে রাখতে পারেন নি অনেকেই। হাত জোর করে পুনর্বাসনের আবেদনও জানালেন গ্রামবাসীরা। ধানঘরা গ্রামে এসে গ্রামবাসীদের ক্ষোভ আর যন্ত্রণার কথা শুনলেন স্থানীয় কংগ্রেস সাংসদের ছেলে ঈশা খান চৌধুরী। তিনি দাবিও করেন, কেন্দ্র, রাজ্য সরকারকে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে।

গ্রাম জুড়ে মানুষজন আজ নিঃস্ব, মনে জমেছে একরাশ ক্ষোভ। এদিন বিধায়ক ভাঙনের অবস্থা দেখতে আসায় একাংশের গ্রামবাসী ক্ষোভ উগড়ে দিলেন।

গোটা গ্রাম যেন লণ্ডভণ্ড হয়েছে। পরিবার পরিজন নিয়ে কোথায় যাবেন, দিশেহারা মানুষজন। এর মাঝেই এদিনের পরিদর্শনে বাক বিতণ্ডাও শুরু হয় স্থানীয় কংগ্রেস এবং তৃনমূল জন প্রতিনিধিদের মধ্যে। দু পক্ষই দুপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।

ভাঙনে বিপর্যস্ত ধানঘরা গ্রামের মানুষজন চাইছেন সহায়তা, পুনর্বাসন, রাজনীতির তরজা নয়, মানুষজন চাইছেন তাদের সমস্যার সমাধান। সব হারিয়ে সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা ধানঘরা গ্রাম।