ভাগ হচ্ছে না মুর্শিদাবাদঃ বহরমপুরে মমতা No Plan to divide Murshidabad: Mamata

Published By: Madhyabanga News | Published On:

এখনই ভাগ হচ্ছে না মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা ভাগের জল্পনায় ইতি টেনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় Mamata Banerjee CM  | তৃতীয় বারের মতো সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন  মুর্শিদাবাদ জেলায় | বুধবার রবীন্দ্রসদনে Berhampore Rabindrasadan  প্রশাসনিক বৈঠকে  চেম্বার অফ কমার্সের পক্ষে বলা হয় ,  “মুর্শিদাবাদ, বহরমপুর এবং জিয়াগঞ্জ কে নিয়ে  আলাদা একটা ডেভলপমেন্ট অথরিটি  কি করা যায়  ?”

এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন,  “ মুর্শিদাবাদ জেলা বড়ো জেলা এটা নিয়ে আমরা পরে ভাববো কিন্তু বড়ো জেলাকেও অনেক জায়গাতেই আমরা ৫ টা নতুন জেলা তৈরী করেছি, যখন সুযোগ আসবে ভাববো”|  পাশাপাশি আরও জানান  এখন রাজ্য সরকারের নতুন জেলা করার মতো  পর্যাপ্ত  অফিসার নেই | একটা জেলা তৈরী করতে গেলে অনেক অফিসার প্রয়োজন  | তিনি আরও বলেন “যখন  নতুন অফিসার পাবো পর্যাপ্ত  তখন নতুন জেলা, নতুন সাবডিভিশন এর কথা ভাববো ”।

প্রসাশনিক বৈঠকের মাধ্যমে তৃণমূল কংগ্রেস  সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন এখনই  মুর্শিদাবাদ জেলা ভাগ হচ্ছে না |