এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভাই এর হাতে দাদা খুনের অভিযোগ

Published on: August 11, 2020

নিজস্ব প্রতিবেদনঃ দুই ভাইয়ের চরম বিবাদ। বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। হরিহরপাড়া থানার অন্তর্গত হুমাইপুর এলাকাড় ঘটনা। মৃতের নাম আসেদ শেখ, বয়স ৬০ বছর। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাই হজরত শেখ ও পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, হুমাইপুর গ্রামের বাসিন্দা আসেদ শেখ ও হজরত শেখ, দুই ভাইয়ের একই জায়গায় ধানের জমি রয়েছে। সেই জমিতে কাজের সময়ে দুজনের মধ্যে বচসা বাঁধে। আচমকাই ছোট ভাই হজরত শেখ বাশ লাঠি দিয়ে দাদা আসেদ শেখ কে মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় আসেদ সেখকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লকের বহরান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় দু পক্ষের ৪ জন আহত।

ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত হজরত শেখ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now