মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মঙ্গলবার বিকেলে রঘুনাথগঞ্জ থানার অজগরপাড়া মোড়ে তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে হামলার ঘটনায় ছড়াল উত্তেজনা। এদিন বিকেলে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষের গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। গৌতমের দাবি, এদিন তালাইয়ের মোড়ে হুমকি দেওয়া তার ভাইকে। হেনস্থাও করা হয়। সেই খবর পেয়ে অজগরপাড়া পৌঁছাতেই হামলা করা হয় তার উপরও । তৃণমূল নেতার দাবি, অজগরপাড়ায় তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজিও চালানো হয়। কোন মতে প্রাণে বাঁচেন তিনি।
ঘটনায় বিজেপি’র দিকে আঙুল তুলেছেন গৌতম ঘোষ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি’র দাবি গোষ্ঠী কোন্দলের জেরেই আজকের হামলার ঘটনা ঘটেছে।
ভাইয়ের উপর হামলা শুনে ছুটে যেতেই রঘুনাথগঞ্জে ভাঙচুর তৃণমূল নেতার গাড়ি ! অভিযোগের তীর বিজেপির দিলে, গোষ্ঠীকোন্দল, দাবি বিজেপি’র
Published on: June 28, 2022









