Madhyabanga News:ভর দুপুরে বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত হল দু টি বাড়ি, পুড়ে ছাই রান্না ঘর। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ডুবোপাড়া এলাকায় । আগুনে ক্ষতিগ্রস্ত মালতি মণ্ডলের বাড়ি। পরিবার সূত্রে জানা যায়, রান্না করার সময় উনুন থেকে আগুন ছড়িয়ে এই অগ্নিকান্ড ঘটে বৃহস্পতিবার দুপুরে। গৃহবধূ রান্না করার সময় টিউবওয়েল থেকে জল আনতে গিয়ে এসে দেখে হঠাতই আগুন ছড়িয়ে পড়েছে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু পুড়ে নষ্ট হয়ে যায় সমস্ত আসবাব পত্র থেকে যাবতীয় জিনিস।
প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত কিছুই পুড়ে ছাই। মাথা গোজার ঠাই নেই, সহায়তার দিকেই তাকিয়ে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার
ভরদুপুরে উনুনের আগুনে ভস্মীভূত দুটি বাড়ি হরিহরপাড়ায়
Published on: September 1, 2022















