
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ২৫ মার্চঃ ভরতপুরে হুমায়ুন বনাম সিজারের বিদাব কী এবার সমাধানের পথে ? আজাহারুদ্দিন সিজারকে পাশে বসিয়ে ঐক্যের ছবি তুলে ধরে; বৃহস্পতিবার সেই বার্তাই দিলেন হুমায়ুন কবীর।
এদিন মঞ্চে হুমায়ন কবীরের পাশের আসনেই বসলেন সিজার, হুমায়ুনের আরেকপাশে তখন মোস্তাফিজুর রহমান সুমন।
এদিন ভরতপুর আলিয়া হাইস্কুলের মাঠে বুথকর্মীসভা করে তৃণমূল কংগ্রেস।
সিজার এদিন সভায় বলেন, আজ শুরু করলাম । এবার ভরতপুরে লড়াই হবে। জেতাতে হবে হুমায়ুন কবীরকে।
দলের সব গোষ্ঠীকে এক করতে পেরে এদিন আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ কিছ হুমায়ুনের ভাষণেও।

তবে, এই সন্ধি নেহাত সাময়িক কিনা সেই প্রশ্নই উঠছে ভরতপুরে।
প্রার্থী ঘোষণার পর থেকেই হুমায়ুন বনাম সিজার দ্বন্দ্ব সামনে আসে। দলের দুই গোষ্ঠীর নেতা কর্মীদের নিয়ে একাধিক পৃথক পৃথক সভাও করে যুযুধান দুই পক্ষ। রবিবার সভা করে, বিরোধী পক্ষকে দশ দিনের সময়সীমাও বেঁধে দেন হুমায়ুন।

তবে, বৃহস্পতিবার এই সমাধানে স্বস্তির ছবি তৃণমূলে। তবে কতোটা স্থায়ী এই স্বস্তি নাকি সমাধানের আড়ালেই জিয়ানো রইল দ্বন্দ্ব ? উত্তর দেবে একুশের ভোট।















