ভরতপুরে রাস্তার একি দশা! রাস্তা নাকি সুইমিংপুল

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ৷ নিউজ ডেস্কঃ সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে জল জমেছে বিভিন্ন জায়গায়। বিক্ষিপ্ত বৃষ্টিতে বেহাল দশা বিভিন্ন রাস্তার।
কান্দি-সালার রাজ্য সড়কে আঙারপুর থেকে আলুগ্রাম পর্যন্ত রাস্তার অবস্থা এমনিতেই ভগ্নপ্রায়। প্রায় বছর খানেক এর বেশি সময় ধরে রাস্তার ওইরকম অবস্থা হওয়াই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের অনেকে। তার উপরে এই বৃষ্টিতে জল জমে যাওয়ায় এখন চলাফেরা করা দায়। ওই রাস্তা দিয়ে আলুগ্রাম হাইস্কুলে যাতায়াত করে ছাত্র ছাত্রীরা। গ্রাম পঞ্চায়েত অফিস যেতে হয় বাসিন্দাদের। তাছাড়া মদনপুর, রানীপুর এলাকার বাসিন্দাদের যাতায়াতের ভরসা ওই রাস্তা। ব্লক হাসপাতাল যেতে গেলে ওই রাস্তা দিয়ে যেতে হয়। এম্বুলেন্স চলাচল করে ওই রাস্তা দিয়ে। ফলে সমস্যায় রয়েছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার আলোগ্রামের এক বাসিন্দা বলেন, মোটর বাইকের সাইলেন্সার ডুবে যাচ্ছে। বাড়িগুলো সামনে যেন মনে হচ্ছে ছোটখাট সুইমিংপুল তৈরি হয়েছে। এর সুরাহা কবে হবে ? স্থানীয়দের অভিযোগ, এমনিতেই ওই রাস্তায় পিচ উঠে গিয়েছে বহু জায়গায়। খাল হয়ে গেছে। টোটো গাড়ি যায় দুলতে দুলতে। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে। দুর্ঘটনা ঘটতে পারে এমন অবস্থা। অবিলম্বে ওই রাস্তা মেরামত করার প্রয়োজন। প্রায় দেড় কিলোমিটার রাস্তার বিক্ষিপ্তভাবে বেহাল দশা। চলাফেরা করা ঝুঁকির হয়ে যায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মানু শেখ, ইমরান শেখরা জানিয়েছেন এর জন্য আমাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার উপর অনেকগুলো গ্রামের মানুষ নির্ভরশীল। দ্রুত এটা সারানোর দাবি করছি আমরা।