ভরতপুরে পাট্টা পাবেন ৫০ জনের বেশি ভূমিহীন কৃষক

Published By: Madhyabanga News | Published On:

পবিত্র ত্রিবেদীঃ ভূমিহীন কৃষক পাবেন ভূমি। সরকারি উদ্যোগে দেওয়া হবে জমির পাট্টা। নতুন করে 55 জনের বেশি কৃষককে জমির পাট্টা দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে ভরতপুরে। ভরতপুর 1 ব্লকে এর জন্য চূড়ান্ত স্তরের প্রক্রিয়াকরণ চলছে বলে শুক্রবার পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে 28 জনের পাট্টা দেওয়ার কাজ চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং আগামী দিনে নতুন করে 55 জনকে পাট্টা দেওয়ার সমীক্ষার কাজ চলছে। যদিও এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌমিত্র বড়াল এদিন কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, পাট্টা দেওয়ার প্রস্তুতি চলছে। ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত থেকেই মানুষ যেন পাট্টা পান বিভিন্ন আবেদন খতিয়ে দেখে সেই উদ্যোগ নেওয়া হয়েছে । উল্লেখ্য, এই ব্লকের অধীনে রয়েছে গুন্দরিয়া, জজান, সিজগ্রাম, আমলায়, গড্ডা, তালগ্রাম, ভরতপুর গ্রাম পঞ্চায়েত। প্রতিদিন জমির পাট্টা আবেদন করে বহু আবেদনপত্র জমা পড়ে বিএলআরও দপ্তরে । সেসব খতিয়ে দেখে নির্দিষ্ট সংখ্যক পাট্টা মঞ্জুর হয়। দপ্তর সূত্রে জানা গিয়েছে, এক একরের নিচে কিংবা ভূমিহীনদের এসব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় ।