এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ভরতপুরে খেলাঃ সিজার বনাম হুমায়ুন

Published on: March 11, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১১ মার্চঃ ভরতপুরে ভরদুপুরে  সিজার প্যাঁচে হুমায়ুন।  সভা , পালটা সভা; মিছিল , পালটা মিছিলে বৃহস্পতিবার  ‘খেলা’ জমল ভরতপুরে।

এদিন ভরতপুরে কর্মীসভা করলেন হুমায়ুন করবীর। হাঁটলেন মিছিলেও।

হুমায়ুন কবীরের মিছিল

তবে, বৃহস্পতিবার ভরতপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরের ডাকা নির্বাচনী বৈঠক কার্যত  বয়কট করলেন  বিধানসভার তিন ব্লক সভাপতি , পঞ্চায়েত প্রধান, জন প্রতিনিধিরা। দলীয় পতাকা , ফ্লেক্সে পার্থীর নাম নিয়ে  কিছু দূরে মাঠে জনপ্রতিনিধিদের ডেকে   সভা করলেন আজাহারউদ্দিন সিজার।

এদিন অবশ্য দুই সভাতেই হাজির ছিলেন   জেলা তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটার অশোক দাস।  তবে , দুই কিলোমিটারের দূরত্বে  যেন তৃণমূলের  দুই মেরু।

এদিন উজুনিয়ায়  সভায় ছিলেন না প্রার্থী।

“প্রার্থী আমাকে ফোন করেন নি”, উজুনিয়ার মাঠে   সভা থেকে বললেন অভিমানী সিজার।

প্রার্থী কথা বলেন নি জনপ্রতিনিধিদের সাথেও।

সেই নিয়েও ক্ষোভ জানান সিজার। বলেন, এদিন মিটিং হবে, সব বুথের পাঁচজন করে থাকবেন জানানো হয়েছিল হুমায়ুন করবীরকে। কিন্তু আসেন নি হুমায়ুন।

সভার ফ্লেক্সে অবশ্য প্রধান বক্তা হিসেবেই নাম ছিল হুমায়ুন কবীরের।

এরপরই সিজারের হুমকি , “ওয়েট করুন, খেলা বাকি আছে। জিততে হবে হবে এমএলএ, না জিতলে এমএলএ নয়”।

সরাসরি চ্যালেঞ্জ , ” জেতাবে  কে ? আপনারা। যেভাবে আপনারা লোকসভা নির্বাচনে অপুর্ব সরকারকে জিতিয়েছিলেন”।

এর মাধ্যমে অপুর্ব সরকারের হারের কথাই মনে করিয়ে দেন সিজার। তাহল  কি হারানোর চ্যালেঞ্জ দিলেন হুমায়ুনকে ?

এদিন অশোক দাসকে পাশে বসিয়ে আজারউদ্দিন সিজারের সাফ বয়ান ,” আমাদের অপমান করা হয়েছে। হুমায়ুন কবীর যেভাবে রেজিনগরে গোষ্ঠীদ্বন্দ্ব করেন, একই সিস্টেমে গোষ্ঠীদ্বন্দ্ব করার চেষ্টা করছেন”। প্রার্থী   কংগ্রেসীদের নিয়ে ঘুরছেন বলেও অভিযোগ করেন তিনি। একই সাথে সংযোজন, দল থেকে বহিষ্কার করা হলে “ভাববো”।

 

অশোক দাস ও আজাহারউদ্দিন সিজার

হুমায়ুন কবিরের অবশ্য  পাল্টা, ” দলের মূল স্রোতকে কেউ চ্যালেঞ্জ করলে তার পরিণতি কী হতে পারে সময় কথা বলবে” ।  হুমায়ুনের পাশে এদিন ছিলেন নজরুল ইসলাম ওরফে টারজেন।

আর দুই সভাতেই যিনি ছিলেন কী বলছেন সেই অশোক দাস। অশোক দাসের ব্যাখ্যা, ” এদের এই দ্বন্দ্বটা সামনে এসেছে , দুটো মিটিং হচ্ছে একই দিনে, এটাকে অস্বীকার করার উপায় নেই”। তবে দল তাঁকে কোঅর্ডিনেটার করার সিজার, নুর আলম, সঞ্জয় সরখেল সকলে নিয়ে হুমায়ুন কবীরের সাথে বসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করানোর চেষ্টা করবেন বলেও জানান অশোক দাস।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now