ভয়ঙ্কর দৃশ্য সামসেরগঞ্জে। ইফতারের আগে আগুনের গ্রাসে গ্রাম।

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলি, সামসেরগঞ্জঃ  ফের ভয়াবহ অগ্নিকাণ্ড সামসেরগঞ্জে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল একাধিক বাড়ি।  মুর্শিদাবাদের  সামসেরগঞ্জে  মধ্য চাচন্ড  গ্রামে। সন্ধ্যায়  পাটকাঠি থেকে  লাগে আগুন। মূহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক বাড়িতে। আগুন নেভানোর কাজে হাত লাগান গ্রামের মানুষ। আগুন ভষ্মীভূত হয়ে গিয়েছে ৩ টি বাড়ি। গ্রামবাসীদের সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।  ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এদিন সকালেও আগুন লাগে  সামশেরগঞ্জে  অন্তরদীপা বাজার এলাকায়। চাচন্ডের বাসিন্দা মহম্মদ আবু সুফিয়ান  জানান, ইফতারের সময় পাটকাঠি থেকে আগুন লাগে। সেই আগুন তিন চারটে বাড়িতে ছড়িয়ে পরে। বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। গ্রামের মানুষ সবাই মিলে আগুন নেভানোর কাজে হাত লাগান।

এদিন সকালে সামশেরগঞ্জে সাত সকালে চিপস ও মশলার গোডাউনে আগুন। আগুনের জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে সামশেরগঞ্জ ব্লকের অন্তরদীপা বাজার এলাকায় পরপর বেশ কিছু গোডাউন রয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ৬টা নাগাদ একটি চিপসের গোডাউনে আগুন লাগে, সেই আগুন পাশের একটি মশলার গোডাউনে ছড়িয়ে পড়ে। গলগল করে বেড়িয়ে আসতে থাকা ধোঁয়া । আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউন মালিক রমজানি বিশ্বাসের দাবী,  আগুনে পুরে নষ্ট হয়েছে কয়েক লক্ষ টাকার সামগ্রী। বাজার এলাকায় এই অগ্নিকান্ডে আতঙ্কিত হয়ে পরেন স্থানীয়রা। শর্ট সার্কিট  থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। তবে ঠিক কীভাবে  কিভাবে আগুন লাগল তা  খতিয়ে দেখছে পুলিশ।