ভগ্নদশায় হরিহরপাড়ার জেসিআই পাট ক্রয় কেন্দ্র

Published By: Madhyabanga News | Published On:

মামিনুল ইসলাম :  হরিহরপাড়া ২৪ শে অক্টোবর – হরিহরপাড়ায় জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে পাটের গুদাম রয়েছে সেটা  ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া পাট সংরক্ষণের পরিকাঠামো না থাকায় পাট কেনা আপাতত বন্ধ রয়েছে হরিহরপাড়ায়।ফলে জেসিআই এ পাট বিক্রি করতে এসে বাধ্য হয়েই ফিরে যাচ্ছেন পাট চাষিরা। বর্তমান অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পাট বিক্রি করতে আসা পাট চাষিদের। খোলা বাজারে পাট বিক্রি করতে এসে সঠিক দাম পাচ্ছেন না বলেই অভিযোগ তাদের। কার্যত নিরুপায় হয়ে  কম দামে পাট বিক্রি করতে বাধ্য হচ্ছেন । জেসিআই এর পক্ষ থেকে সর্বনিম্ন  ২৯০০ টাকা মুল্য নির্ধারণ হয়েছে পাটের। এই মুহুর্তে খোলা বাজারে পাটের সর্বনিম্ন দাম জেসিআই নির্ধারিত দামেও চেয়েও কম।  আর পাট উৎপাদন খরচের তুলনায়  অত্যন্ত কম। এছাড়াও পাটের গুদামের ঘর গুলির অবস্থাও শোচনীয়। প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে গুদাম। ফলে গুদামের বাইরে পাট রাখতে বাধ্য হচ্ছেন পাট চাষিরা। এই পাট বিক্রি করে সার, বীজ কিনে জমিটে নতুন করে ফসল ফলাবেন। অথচ পাট বিক্রি করতেই পারছেন না চাষিরা। গুদামের বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ, তা মেনে নিচ্ছেন কর্মীরা। গুদামের সংস্কার না হওয়া পর্যন্ত হরিহরপাড়ার পাট চাষিদের কাছ থেকে পাট কেনা সম্ভব হচ্ছে না বলেই জানান জেসিআই এর হরিহরপাড়া পাট ক্রয় কেন্দ্রের  অ্যাকাউনটেন্ট  সুনীল কুমার দে ।