ভগবানগোলা রাস্তার ধারে বস্তা সরাতেই থ্যাঁতলানো দেহ , অষ্টমীর সকালে আঁতকে উঠলেন পথচারীরা

Published By: Madhyabanga News | Published On:

ফরহাদ হোসেনঃ ভগবনগোলাঃ অষ্টমীর সাতসকালে ভগবানগোলায় রাস্তার ধারে দৃশ্য থেকে আঁতকে উঠলেন পথচারীরা।  ভগবানগোলার তালতলায়  উদ্ধার হল এক ব্যক্তির থ্যাঁতলানো দেহ। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ।  বয়স ৬৭ । তিনি ভগবানগোলার নওয়দাপাড়া ঘোষপাড়ার বাসিন্দা। এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা রাস্তার পাশে মুদিখানার দোকানের সামনে একটি হাতের অংশ  দেখতে পান। কাছে যেতেই দেখা যায় চারদিকে রক্তের ছাপ  ।  আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল ইট, ইটের টুকরো,  বালির বস্তা।  পুলিশকে খবর দেহ স্থানীয়রা। পুলিশ এসে বালির বস্তা সরাতেই উদ্ধার হয় এক ব্যক্তির দেহ।  বালির বস্তা, ইঁট দিয়ে দেহ  ঢাকার চেষ্টা হয়েছিল । ঘটনাস্থলের আসে ভগবানগোলা থানার পুলিশ। আসেন লালবাগের এসডিপিও বিক্রম প্রসাদ ।

 

ওই ব্যক্তির মাথায় ইঁটের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের অনুমান , ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে ঐ ব্যক্তিকে।   দেহ উদ্ধারের স্থান থেকে ৫০০ মিটারের মধ্যেই বাড়ি ওই ব্যক্তির। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। কাছাকাছি থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্ত্রী জল্পনা ঘোষ জানান, রাতে বাড়ি ফেরেন নি স্বামী। ভেবেছিলাম মন্দিরে শুয়ে আছে। কোন অশান্তি হয় নি। ছেলে জানান, সকালে বাড়িতে খবর আসে যে বাবার দেহ পাওয়া গিয়েছে। কারো সাথে অশান্তি ছিল না। দোকানের মালিক আসাদু হক  জানান, সকালে দোকান খোলার জয় এসে এই দৃশ্য দেখি।