ভগবানগোলায় তৎকাল টিকিট, নতুন নিয়ম জানেন তো?

Published By: Madhyabanga News | Published On:

আর দিতে হবে না রাতভর লাইন। তৎকাল টিকিট বুকিংয়ের নয়া নিয়ম চালু হল ভগবানগোলা স্টেশনে। তৎকাল টিকিট এর বুকিং এর ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি হল ভগবানগোলা স্টেশনে। রিজার্ভেশন টিকিট কাউন্টারের বাইরে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি । যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, একটি বুকিং এর আগের দিন রাত ১০ টার মধ্যে তৎকাল রেজিষ্টারে নাম নথিভুক্ত করতে হবে ।

তৎকাল রেজিষ্টার কর্তব্যরত স্টেশন ম্যানেজারের কাছে থাকবে। রেজিষ্টারে নাম লেখার পর রিজার্ভেশন ফর্মে নাম নথিভুক্ত করতে হবে। সকালে কাটা হবে টিকিট।

কারো কোন অভিযোগ থাকলে লিখিত ভাবে স্টেশন ম্যানেজারের কাছে জমা দিতে হবে। নয়া এই নিয়ম প্রসঙ্গে স্টেশন ম্যানেজার জানান, বহু মানুষ রাতভর লাইন দেন টিকিটের জন্য। অনেক সময় গন্ডগোল বাঁধে। এই নতুন নিয়মে সমস্যা দূর হবে। যাত্রীদের ভোগান্তি কমবে।