ভগবানগোলায় ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ! বিধায়ক কার পাশে?

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News : ব্লক সভাপতির বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ অঞ্চল সভাপতির। মুর্শিদাবাদের ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি আহসানুর রহমান ওরফে বাপনের বিরুদ্ধে অঞ্চল সভাপতিকে সরাতে টাকা তোলার অভিযোগ। এই অভিযোগে সরব চার নম্বর মহিশাস্থলী অঞ্চলের অঞ্চল সভাপতি মহম্মদ সাইরুদ্দিন শেখ এর। তার দাবি, যারা দলের কোনদিন ছায়া তলে ছিল না এখন বর্তমানে তারাই বেশি বেশি সময় দিচ্ছে ব্লক সভাপতির পাশে। যারা আসল, দলের স্বচ্ছ ভাব নিয়ে এবং উন্নয়ন করার মতো যাদের দক্ষতা আছে তাদের দূরে সরিয়ে যারা নকল, তাদেরকে নিয়ে চলাফেরা করছে ব্লক সভাপতি। অঞ্চল সভাপতিকে সরিয়ে নতুনভাবে কাউকে দায়িত্ব দেওয়ার জন্য টাকা তোলাবাজি হচ্ছে।যদিও এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্লক তৃণমূল সভাপতি। তার পাল্টা দাবি, পঞ্চায়েতে অনাস্থা আনার জন্য অঞ্চল সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়েছে তাকে। বর্তমানে ওই অঞ্চলে সভাপতির দায়িত্বে কেউ নেই। উল্লেখ্য,মঙ্গলবার রাতে ভগবানগোলায় তৃণমূলের পার্টি অফিসে ব্লক সভাপতির বিক্ষুব্ধ গোষ্ঠী চিৎকার চেঁচামেচি করে ব্লক সভাপতিকে চোর বলে সম্বোধন করে বিক্ষোভ দেখায় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিধায়কের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল। নতুন ব্লক সভাপতিকে মেনে না নিয়ে তৃণমূল কার্যালয়ে তালা দেওয়া হয়েছিল দিন কয়েক আগে। ভগবানগোলার তৃণমূল বিধায়ক কি ক্ষুব্ধদের পাশে দাঁড়াচ্ছেন? সে প্রশ্নও উঠেছে। যদিও পুরো ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী।তিনি বলেন, যারা দোষী তাদের শাস্তি হওয়া দরকার। দলের নির্দেশ ঠিকভাবে মানা হচ্ছে না বলেই পাল্টা দাবি করেন। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শাসক তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। সিপিআইএম মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লার কটাক্ষ, সাধারন মানুষকে বলতে হচ্ছেনা, তৃণমূলের লোকেরাই তৃণমূলকে চোর বলেছে। ভগবানগোলা তারই প্রতিফলন। কংগ্রেসের জেলা মুখপাত্র জয়ন্ত দাসের কটাক্ষ, যতদিন যাবে তৃণমূলের এই আকার তীব্র থেকে তীব্রতর হবে।