ভগবানগোলায় উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ !

Published By: Madhyabanga News | Published On:

 

এক অজ্ঞাত পরিচয় যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ভগবানগোলায়। ভগবানগোলা থানার বুধোর কিসমত এলাকায় মাঠের মধ্যে আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। স্থানীয় সুত্রে জানা গিয়েছে রবিবার সকালে মাঠে কাজে যাওয়ার সময় ওই যুবতীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় ।

ঝুলন্ত দেহ দেখে সঙ্গে সঙ্গে খবর দেয় ভগবানগোলা থানায়। ঘটনাস্থলে যায় ভগবানগোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায় পুলিশ । আত্মহত্যা না খুন তার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমান । ওই যুবতীর পরিচয় জানার চেষ্ঠা করছে পুলিশ।