বয়স্কদের জন্য হেল্পলাইন মুর্শিদাবাদ পুলিশের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৯মেঃ করোনাকালে দুশ্চিন্তা বেড়েছে বয়স্ক নাগরিকদের। এবার পৌর এলাকার  সিনিয়ার সিটিজেনদের জন্য হেল্পলাইন চালু করল মুর্শিদাবাদ পুলিশ।

মুর্শিদাবাদ পুলিশ জেলার অধীন তিন পৌরসভা এলাকায় কাজ করবে এই হেল্পলাইন।  পৌর এলাকায়  প্রবীণ বাসিন্দারা যারা একা থাকেন বা  বার্ধক্যজনিত নানান সমস্যায় রয়েছেন, করোনা আবহে নানান সমস্যায় ভুগছেন,  সেই সব বাসিন্দাদের সহায়তায় পুলিশের ‘ সংযোগ’ চালু হচ্ছে পুনরায় । সংযোগ এর মাধ্যমে পুলিশের মাধ্যমে সহযোগিতা পাবেন প্রবীণরা। থানার নোডাল অফিসার, টিম কাজ করবেন সংযোগ স্থাপনে। বাড়ি গিয়ে সমস্যা সমাধান করবে পুলিশ।

১০০ অথবা  ৭৪৩০০০০০৩০, যে কোন নাম্বারী ফোন করলেই বয়স্কদের প্রয়োজনীয় সাহায্য করবে পুলিশ। প্রয়োজনে ব্যবস্থা করে দেওয়া হবে ওষুধ, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারের।

 

এছাড়াও  মুর্শিদাবাদ পুলিশ জেলার বাসিন্দাদের সুবিধার্থে হেল্প লাইন নম্বর সচল হল । ২৩  টি থানা এলাকার মানুষ ফোনে ১০০ নাম্বার  ডায়াল করেই যে কোন সমস্যা, তথ্য থানায় জানাতে পারবেন । কন্ট্রোল রুমের মাধ্যমে তথ্য পৌঁছে যাবে থানায়।

বুধবার দুটি বিষয় নিয়েই সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার। তিনি জানান, আলোর পথে অ্যাপের মাধ্যমে কিংবা নোডাল অফিসারের সাথে যোগাযোগের মাধ্যমে পরিষেবা পাবেন প্রবীণরা।