বড় দিনে গির্জায় গির্জায় উৎসবের রং

Published By: Madhyabanga News | Published On:

         প্রিয়ঙ্কা দেব বিশ্বাস :২৫ শে ডিসেম্বর – গির্জায় গির্জায় উৎসবের রং। যীশু খ্রিস্টের জন্ম দিবস পালনের মধ্য দিয়ে বছর শেষের আনন্দ চুটিয়ে উপভোগ করছেন সকলেই। মুর্শিদাবাদ জেলারবিভিন্ন প্রান্তে ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আনন্দ উৎসবের কিছু ঝলক থাকল আপনাদের জন্য।সৃষ্টি কর্তার মহিমা প্রচার, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যীশুর মর্তে আগমন। জেরুজালেমের বেথেলহেম শহরে এক গোয়ালঘরে ছোট্ট যীশুর জন্ম। যীশুর জন্মদিনকে বড় দিন হিসেবে পালন করা হয় সারা বিশ্বজুড়ে। কার্যত বড় দিনের আগের সন্ধ্যা থেকেই শুরু হয়উৎসব। আলোক মালায় সেজে ওঠে বিভিন্ন গির্জা। যীশুর জন্ম দিবস পালনে ব্যস্থা শুরু হয়ে যায় তারও আগে থেকে। মুর্শিদাবাদ জেলার মনিগ্রামেরগির্জায় লেগেছে বড় দিনে উৎসবের রং। সকাল সকাল গির্জায় প্রার্থনা করতে ছোট থেকে বড়দের ভিড়। প্রার্থনা সেরে স্ব পরিবারে সকলেই মেতে ওঠেন উৎসবের এই বিশেষ দিনে। যীশু খ্রিস্টের জন্মদিবসে রঘুনাথগঞ্জ, সাগরদীঘি থেকে বহু মানুষ এসে ভিড় করেন গির্জায়। বিশ্ব বাসীর শান্তি কামনা করে প্রভুর কাছে প্রার্থনা করলেন সকলেই।