বড়ঞায় কৃষক বাজারে রাতভর লাইন কৃষকদের

Published By: Madhyabanga News | Published On:

সরকারি ভাবে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন তারা, এবছরও যাতে একই সমস্যার মুখে না পড়ত হয় তারজন্য রাত জেগে কৃষক বাজারে লাইন কৃষকদের। যে ঘটনা ঘটল মুর্শিদাবাদের বড়ঞা কৃষক বাজারে। সোমবার সন্ধ্যে থেকে লাইন দেন কৃষকরা। বেআইনি ভাবে ধান বিক্রি রুখতে আগাম এই পদক্ষেপ কৃষকদের। সরকারি ভাবে ধান বিক্রির জন্য কুপন সংগ্রহ করতে কৃষকদের লাইনে চরম বিশৃঙ্খলাও ছড়ায়। ঘটনাস্থলে পুলিশের সাথে ধস্তাধস্তিও হয় কৃষকদের। জানা যায়, মঙ্গলবার সাবলপুর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের কৃষকরা কুপন সংগ্রহ করার সুযোগ পাবেন। আগে লাইন না দিলে কুপন মিলবে না, ফলে আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়েই রাতভর অপেক্ষা বলছেন কৃষকরা। মঙ্গলবার সকালে কৃষক বাজারে কুপন বিলি প্রক্রিয়া শুরুর পরেও বিশাল লাইন থাকে। কৃষকরা বলছেন, রাতভর লাইন দিয়েও কুপন মিলবে কিনা সংশয় রয়েছে।