এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার গ্রিন ফাঙ্গাস ! সতর্ক থাকুন

Published on: June 18, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৮ জুনঃ ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার গ্রিন ফাঙ্গাস। ভারতে থাবা বসাল গ্রিন ফাঙ্গাস। আসলে Aspergillosis নামের এই রোগ গ্রিন ফাঙ্গাস নামেই পরিচিত। মধ্যপ্রদেশের ইন্দোরে গ্রিন ফাঙ্গাস সংক্রমণে ধরা পড়েছে  ৩৪ বছর বয়সী এক ব্যক্তির দেহে।  কোভিড -১৯ থেকে সুস্থ হয়েছিলেন তিনি।  তাকে চিকিত্সার জন্য বিমান অ্যাম্বুলেন্সে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছে।

Aspergillus দ্বারা সৃষ্ট একটি রোগ হল গ্রিন ফাঙ্গাস। Aspergillus  এক ধরণের ছত্রাক যা বাড়ির বাইরে ও ভিতরে বাস করতে পারে। আউটডোরে অ্যাস্পারগিলাস স্পোর মানুষের শ্বাসে এলে সে সংক্রমিত হতে পারে।   দুর্বল প্রতিরোধ ব্যবস্থা বা ফুসফুসের রোগগুলি অ্যাস্পারগিলাসের কারণে ঝুঁকি বাড়ায়।  বিভিন্ন ধরণের অ্যাস্পারগিলোসিস রয়েছে। কিছু প্রকারের সংক্রমণ  হালকা, তবে কিছু কিছু খুব গুরুতর। সংক্রমণের সাধারণ লক্ষণগুলি হলঃ জ্বর, বুক ব্যাথা, কাশি, রক্ত কাশি নিঃশ্বাসের দুর্বলতা। ফুসফুস থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে অন্যান্য লক্ষণগুলি বিকাশ করতে পারে।

গ্রিন ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে মাস্ক পরা, পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now