ব্রুসেলায় আক্রান্ত মুর্শিদাবাদের এক প্রাণীবন্ধু

Published By: Madhyabanga News | Published On:

মানব শরীরে ক্রমে আরও বেশি করে ছড়াচ্ছে গবাদি পশুর রোগ ব্রুসেলোসিসের সংক্রমণ। নদীয়ার পর ফের গবাদি পশুর রোগ ব্রুসেলায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে রাজ্যে। এবার মুর্শিদাবাদ। আক্রান্ত প্রাণীবন্ধু ডোমকলের ঘোড়ামারা অঞ্চলের বাসিন্দা। বর্তমানে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসাধীন রয়েছেন সরিফুল মণ্ডল। জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর, একটি গরুকে ভ্যাক্সিন দেওয়ার সময় গরুটি আচমকা পালিয়ে যাওয়ায় বছর তিরিশের সরিফুল মণ্ডলের হাতে ভ্যাকসিনের নিডল ফুটেছিল। ঘটনাটি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসারকে কে সঙ্গে সঙ্গে জানান।

সরিফুল এর কথায় ‘বিএলডিও এবং বিভাগীয় প্রাণীচিকিৎসক তাঁকে তখন আশ্বস্ত করেছিলেন যে, এটা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তাঁদের পরামর্শে টিটেনাস নেন, অ্যান্টিবায়োটিকও খান। কিন্তু তাঁর শরীর ক্রমেই খারাপ হতে থাকে।’সরিফুলের কথায়, ‘জ্বর, মাথা-ঘাড়-বুক-চোখে ব্যথার মতো উপসর্গ ছাড়াও চোখে সূর্যের আলো পড়লে কষ্ট হতে থাকে । ডোমকল মহকুমা হাসপাতাল ও করিমপুর গ্রামীণ হাসপাতালের সরকারি চিকিৎসকদের পরামর্শে ওষুধও দেওয়া হয়। তাঁরা ব্রুসেলা পরীক্ষার কথা বলায় কলকাতার একটি বেসরকারি ক্লিনিক থেকে পরীক্ষাও করা। রিপোর্ট পসিটিভ আসায় শনিবার ট্রপিক্যালে ডাক্তার দেখিয়ে ভর্তি হন সরিফুল। সেখানেই চিকিৎসাধীন তিনি। আপাতত চিকিৎসা চলছে তাঁর, আতঙ্ক, উৎকণ্ঠার মাঝেই দ্রুত সুস্থতার অপেক্ষায় রোগী।