ব্যালট ছিনতাই থেকে হাতাহাতি, ফেক ভোট ! তৃণমূলের ভোট উত্তেজনা কুলিতে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ কুলিতে তৃণমূলের ভোটে ব্যালট ছিনতাই, হাতাহাতি, লিস্টে নাম না থাকার অভিযোগ। বহরমপুরের পর কুলিতেও তৃণমূলের ভোট ঘিরে চরম বিশৃঙ্খলা । উঠল ব্যালট বক্স ছিনতাই’এর অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। ভরতপুর ১ ব্লকের জজান গ্রাম পঞ্চায়েতের ভোট চলার সময় তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয় বিবাদ। ব্যালট ছিনতাইয়ের অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের স্বামীর বিরুদ্ধে ব্যালট ছিনতাই’এর অভিযোগ উঠেছে।
ভরতপুর ১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিশ্বজিত বাগদীর অভিযোগ, পঞ্চায়েত প্রধানের স্বামী গোলমদন মাঝি , সায়ার আলি সেখ এসে অশান্তি করে। সায়ার আলি সেখ নামের এক তৃণমূল কর্মী ব্যালট বাক্স নিয়ে চম্পট দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
ভোট চলার সময় হাতাহাতি বাধে ভরতপুরের আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের বুথে। হাতাহাতি, গালিগালাজে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীদের একাংশ।
বড়ঞা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রুণু ঘোষের দাবি, ফোন গিয়েছিল ভোট দেওয়ার জন্য । কিন্তু নাম নেই লিস্টে। তৃণমূল নেতা কর্মীদের একাংশের দাবি, বাম, কংগ্রেস, বিজেপি কর্মীদের নাম এসেছে লিস্টে। নাম নেই পুরোনো তৃণমূল কর্মীদের। বড়ঞা ব্লক সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে সরব হন তৃণমূল কর্মীরাই।
এদিন ভোট গ্রহণ চলছিল বড়ঞা বিধানসভার কুলির ইন্দিরা মাঠে। সেই সময়েই বিবাদ বাধে তৃণমূল কর্মীদের ভিতর।