নিজস্ব সংবাদদাতা, সালারঃ ব্যাপক বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদের সালারে। সোমবার সন্ধ্যায় সালারের খারেরা গ্রামে রাস্তায় চলে বোমাবাজি। মুহুর্মুহু বোমায় ধোঁয়ায় ঢাকে গ্রামের রাস্তাঘাট। স্থানীয় সূত্রের খবর, তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা গড়ায় বোমাবাজিতে। ঘটনায় তিন জনকে আটক করেছে সালার থানার পুলিশ। তৃণমূল সূত্রে খবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অনুগামীদের সঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীদের বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদের জেরেই দুই নেতার অনুগামীদের মধ্যে সোমবার শুরু হয় বচসা । সেই বচসা থেকেই প্রথমে হাতাহাতি তারপরে বোমাবাজির ঘটনা ঘটে। বোমাবাজিতে আতঙ্ক ছড়ায় গ্রামে।
ব্যাপক বোমাবাজি সালারে, ধোঁয়ায় ঢাকল গ্রাম। তৃণমূলের গোষ্ঠীকোন্দল ?
Published By: Madhyabanga News |
Published On:
