ব্যাঙ্কের লাইনে ভিড় বয়স্কদের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৭মেঃ কড়া বিধি লাগু করতে সকাল থেকেই বহরমপুরের রাস্তায় নেমেছে পুলিশ। রাস্তা ঘাট ফাঁকা থাকলেও লাইন পড়ছে শহরের ব্যাঙ্কগুলিতে।

ভাতা, পেনশনের টাকা তুলতে ব্যাঙ্কের বাইরে অপেক্ষা করতে হচ্ছে প্রবীণ নাগরিকদের। সোমবার সকালে এই ছবি দেখা গেল বহরমপুর সমাবিয়াকা মোড় লাগোয়া এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে।

লাইনে থাকা প্রবীণরা জানান, ব্যাঙ্ক বেশিক্ষণ খোলা থাকবেনা জেনে লাইন দিয়েছেন অনেক সকাল থেকে।

বহরমপুরের একাধিক ব্যাঙ্কের বাইরে এদিন সকালে দেখা গিয়েছে গ্রাহকদের লাইন।

সকাল ১০ টা থেকে বেলা ২ টো পর্যন্ত চলছে ব্যাঙ্কের কাজ।

সোমবার সকালে গোরাবাজার এলাকায় বহরমপুর থানার আই সি র নেতৃত্বে পুলিশের টহলদারি চলে। সকাল ৭ টা থেকে বেলা ১০  টা পর্যন্ত দোকান বাজার খোলার নির্দেশ। সরকারি সেই নির্দেশ পালন হচ্ছে কিনা ঘুরে দেখেন পুলিশ কর্মীরা। অকারণে বাড়ির বাইরে বেরোতে দেখলেই আটকায় পুলিশ। শুধুমাত্র জরুরি ক্ষেত্রেই মিলছে ছাড়। শুনশান বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডও।