ব্যাগের ভিতর ৫৭৬ টি কচ্ছপের খোলস ? কোথায় হচ্ছিল পাচার ?

Published By: Madhyabanga News | Published On:

দুর্মূল্য কচ্ছপের খোলস উদ্ধার হল ফারাক্কা স্টেশনে Farakka Station । কচ্ছপের খোলস, হাড় দিয়ে তৈরী হয় মূল্যবাদ সামগ্রী। বিভিন্ন ওষুধ তৈরীতেও ব্যবহার করা হয় কচ্ছপের খোলস। রবিবার সকালে   পাচারের আগে প্রচুর পরিমানে কচ্ছপের খোলস সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করল ফারাক্কা জিআরপি GRP Farakka ।

জিআরপি সূত্রে  জানা গিয়েছে রবিবার সকালে পাটনা মালদা এক্সপ্রেসে Patna Malda Express  তিন জন নিউ ফরাক্কা স্টেশন New Farakka Station  নামে। সন্দেহ জনক ভাবে তিন জনকে প্লাটফর্মে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়, ফরাক্কা  জিআরপি তাদের জিঞ্জাসাবাদ করে।

তারপর ফরাক্কা  জিআরপি তদন্ত কেন্দ্রের ওসি জিতেন্দ্রনাথ সিনহ্ সহ স্টেশনে প্লাটফর্মে থাকা কর্মরত পুলিশ তাদের ব্যাগে তল্লাশি করে। তাঁদের কাছে থাকা মোট আটটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৫৭৬ পিস কচ্ছপের খোলস উদ্ধার হয়। তাঁদের গ্রেপ্তার করা হয়।ধৃত তিনজনই উত্তর প্রদেশের বাসিন্দা। জিআরপির অনুমান সেগুলি উত্তর প্রদেশ থেকে মালদা নিয়ে আসা হচ্ছিল, সেগুলি বাংলাদেশে পাচারের ছক ছিল। ঘটনার তদন্তে নেমেছে ফারাক্কা জিআরপি।