
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৮ এপ্রিলঃ বৃহস্পতিবার ভোট । তার আগেই ফের উত্তপ্ত ডোমকল।
বৃহস্পতিবার ভোটের আগে মঙ্গলবার রাত্রে হামলা, বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ডোমকলের ডুবাপাড়া উত্তপ্ত হয়ে ওঠে সন্ধে থেকেই। এক সিপিআই(এম) কর্মী’র বাড়ি ঢুকে বয়স্ক মা এবং বাবার উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রস কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। করা হয় মারধোর। ঘটনায় আহত হয়েছেন
সকেনা বিবি, মেহেরুল শেখ ও বিল্লাল হোসেন। রাতেই আহতের চিকিৎসা হয় ডোমকল মহকুমা হাসপাতালে। যদিও কোনরকম হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

ভোট এলেই প্রতি বছর হিংসা ছড়ায় ডোমকলে। হয় বোমাবাজি, মারধোরের মতো ঘটনা।
মঙ্গলবার রাত থেকেই হামলার অভিযোগ উঠতে শুরু হওয়ায় চিন্তায় প্রশাসনও।















