বেহাল রাস্তা ও নিকাশি নিয়ে ক্ষোভ বদুয়া গ্রামের বাসিন্দাদের

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News:কান্দি মহকুমার বড়ঞা থানা এলাকার একটি গ্রামে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। প্রতিবার বর্ষাতে ভুগতে হয় বাসিন্দাদের। এবারও তার অন্যথা নেই। সামান্য কয়েক দিন বৃষ্টি হয়েছে, তাতেই জল জমে খুব খারাপ অবস্থা। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা । তাঁদের বক্তব্য, এলাকায় নেই কোনও ড্রেন। নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। বড়ঞা থানার খোরজুনা গ্রাম পঞ্চায়েত এলাকার বদুয়া গ্রামের ঘটনা। স্থানীয়দের দাবি, একাধিকবার গ্রাম পঞ্চায়েত অফিসে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এই গ্রামেই রয়েছে দুটি হাই স্কুল,একটি প্রাইমারি স্কুল। আছে পোস্ট অফিস। প্রতিদিন বহু মানুষ এই গ্রামের রাস্তা ব্যবহার করেন যাতায়াতের জন্য। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হওয়ার আগেই বিভিন্ন বাড়ির জল রাস্তায় জমে যায়। তারপরে বৃষ্টি হলে তো হাঁটা চলার অযোগ্য হয় এই রাস্তা। নিকাশি ব্যবস্থার দাবিতে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।স্থানীয়দের আরও বক্তব্য,এলাকার মানুষ, স্কুল পড়ুয়াদের এই জমা জল পেরিয়েই যেতে হয়। বৃষ্টি হলে রাস্তা না অন্যকিছু বোঝার উপায় থাকে না।যদিও এই রাস্তা ও নিকাশি ব্যবস্থা নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।